লিটন শীল:- রাঙ্গামাটির পাহাড়ী গ্রামগুলোতে মাঘ মাসকে কেন্দ্র করে উলের সুতা দিয়ে গরম কাপড় তৈরীতে ব্যস্ত নারীরা। বাংলা বর্ষপঞ্জিকা অনুসারে এখন চলছে মাঘ মাস। দেশের অন্যান্য অঞ্চলের ন্যয় পার্বত্যঞ্চলেও পুরোদমে চলছে শীতের প্রকোপ। দিনে কিছুটা গরম পরলেও রাতে বেশ শীত। কুয়াশাও পড়ছে, মাঝেমধ্যে পুরো এলাকা ছেয়ে যাচ্ছে কুয়াশায়। শিশির জমছে সবুজ ঘাস ও গাছের পাতায়। পাহাড়ী গ্রামের মানুষ পূর্বের বছরে হাতে বোনা শীতের কাপড় নামিয়ে ফেলেছেন পৌষ মাসের শুরুতেই। পাহাড়ের প্রায় প্রতিটি গ্রামে গেলে এখন দেখা মিলে পাহাড়ী নারীরা বেইনে ও হাতে উলের সুতা দিয়ে বুনছে সোয়েটার, মোজা, চাদর, মাফলার ও অন্যান্য গরম কাপড়। রাঙ্গামাটির দূর্গম জুরাছড়ি উপজেলার শিলছড়ি পাড়ায় গিয়ে দেখা যায় সেখানকার বাসিন্ধা শেফালী চাকমা তার পরিবারের অন্য এক সদস্যকে সাথে নিয়ে এই মাঘ মাসের শীতের সকালে বেইনে বসে বুনছে উলের সুতা দিয়ে চাদর ও অন্যান্য গরম কাপড়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com