বান্দরবান:- বান্দরবানের অভিযান চালিয়ে লেম থাং সাং বম (৩৩) নামে এক আফিম ব্যবসায়ীকে আটক করেছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)। এসময় উদ্ধার করা হয় তিন কেজি আফিম।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলা স্বর্ণমন্দির এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত লেম থাং সাং বম(৩৩), সে রুমা উপজেলা রেমাক্রী প্রাংসা এলাকায় সালুপি পাড়া গ্রামে পাম খুম বমের ছেলে।
এনএসআই ও পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে এনএসআই। অভিযানে রাঙ্গামাটি -বান্দরবান সড়কের যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় বাসের ভিতরে সিটের উপর তিন কেজি আফিমসহ লেম থাং সাং বম (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত আফিমের বাজার মূল্য আড়াই কোটি টাকা।
সত্যতা নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আটককৃত বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com