ডেস্ক রির্পোট:- আবারও ফিফা ‘দ্য বেস্ট’ হলেন লিওনেল মেসি। আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে পুরস্কারটি জিতেছেন আর্জেন্টাইন এই মহাতারকা।
তবে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় পুরস্কারটি নিজ হাতে নিতে পারেননি মেসি। তার হয়ে পুরস্কারটি নিয়েছেন থিয়েরি অরি।
পুরস্কারটি থিয়েরি অরি হাতে নিয়ে মজা করে বলেছেন, ‘এটা আমিই নিচ্ছি। কারণ আমি এটা কখনো জিতিনি।’
জানা গেছে, ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় এই পুরস্কার দেওয়া হয়েছে। ছেলেদের ‘দ্য বেস্ট’ বেছে নিতে ভোট দিয়েছেন জাতীয় দলের কোচ, অধিনায়ক, সংবাদকর্মী ও বিশ্বব্যাপী ভক্তরা।
ফিফার ওয়েবসাইটে লাইভ বিবরণীতে বলা হয়েছে, এবার পুরস্কারটি জিততে মেসির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাকিদের। মেসি এবং হলান্ড দুজনেই সমান ৪৮ স্কোরিং পয়েন্ট পেয়েছেন ভোটাভুটিতে। কিন্তু মেসি এগিয়ে গেছেন জাতীয় দলের অধিনায়কদের পছন্দের তালিকায় সবচেয়ে বেশিসংখ্যকবার প্রথমে থেকে। মানে অধিনায়কেরা ভোট দিতে পছন্দের তালিকায় যে তিনজনকে বেছে নিয়েছেন, সেখানে সবচেয়ে বেশিসংখ্যকবার শীর্ষে ছিলেন মেসি।
এবার নিয়ে পুরস্কারটি তৃতীয়বারের মতো জিতলেন মেসি। প্রথমবার জিতেছিলেন ২০১৯ সালে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com