ডেস্ক রির্পোট:- ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ওপর হামলা মার্কিন জোটের হামলা নিয়ে মুখ খুলেছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, হুতিদের ওপর মার্কিন-ব্রিটিশদের যৌথ হামলা সব ধরনের জাহাজ চলাচলকে ক্ষতিগ্রস্ত করবে। রোববার (১৪ জানুয়ারি) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হিজবুল্লাহর প্রধান বলেন, হুতিরা লোহিত সাগরে জাহাজে হামলা অব্যাহত রাখবে। মার্কিন-ব্রিটিশদের জন্য তারা এ হামলা বন্ধ করবে না। মার্কিন জোটের এ হামলাকে তিনি মুর্খতা বলে মন্তব্য করেন।
নাসরুল্লাহ বলেন, হুতিরা ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট বা তাদের বন্দরগামী জাহাজে হামলা অব্যাহত রাখবে।
তিনি বলেন, ইয়েমেনে হামলা চালিয়ে মার্কিনিরা ভয়ংকর কাজ করেছে। এর ফলে লোহিত সাগরে সব ধরনের জাহাজ চলাচল ক্ষতিগ্রস্ত হবে। সেটি ইসরায়েলি হোক আর ফিলিস্তিনি হোক। এমনকি এসব বিষয়ের সাথে সম্পর্কিত নয় এমন জাহাজের জন্যও এ রুট ভয়ংকর হয়ে উঠেছে। কেননা এ নৌপথটি এখন যুদ্ধ, ক্ষেপণাস্ত্র, ড্রোন আর রণতরীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
গত ১২ জানুয়ারি দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইয়েমেনে লজিস্টিক্যাল হাব, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র সংরক্ষণাগারগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
হামলার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইয়েমেনের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে চলাচলের স্বাধীনতাকে বিপন্ন করায় ‘আমার নির্দেশে’ হামলা চালানো হয়েছে।
তিনি আরও বলেন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা এবং নেদারল্যান্ডের সমর্থনে হামলা চালানো হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com