ডেস্ক রির্পোট:- বরিশালে পুলিশের বাধায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্টের কালো পতাকা বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। ডামি নির্বাচন বাতিল এবং সরকারের পদত্যাগ দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুর সোয়া ১টায় জেলা আইনজীবী সমিতি কার্যালয় চত্ত্বর থেকে এই কালো পতাকা বিক্ষোভ মিছিল বের করে তারা।
মিছিলটি আদালত চত্ত্বর থেকে ফজলুল হক এভিনিউ সড়কে বের হওয়ার সময় জেলা জজ আদালতের ফটকে তাদের আটকে দেয় পুলিশ। এ নিয়ে উভয় পক্ষের বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত মিছিল করতে দেয়নি পুলিশ। পরে মিছিলটি ফের আদালত চত্ত্বরের আইনজীবী সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শহীদ হোসেন, কাজী বশির উদ্দিন ও আজাদ হোসাইনসহ অন্যান্যরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা 'ডামি' নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় জাতীয় নির্বাচন দাবি করেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com