ডেস্ক রির্পোট:- উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিতে অনেক চ্যালেঞ্জ রয়েছে, তা স্বীকার করে উত্তোরণের জন্য সময় চেয়েছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেছ্নে, ‘অনেক চ্যালেঞ্জ আছে, তা সমাধান করতে হবে। রাতারাতি সব সংকট দূর করা যাবে না। বিষয়গুলো বুঝতে একটু সময় দিন।’
গত ১১ জানুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৬ সদস্যের মন্ত্রিসভা শপথ নিয়েছে। দুদিন সাপ্তাহিক ছুটির কারণে রবিবার (১৪ জানুয়ারি) তারা প্রথম কর্মদিবস উপলক্ষে সচিবালয়ে নিজ নিজ দফতরে আসেন।
প্রথম কর্মদিবসে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের চার জন সচিব ও সংশ্লিষ্ট দফতর ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় করেন নতুন অর্থমন্ত্রী।
অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে সম্প্রতি দেওয়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে অর্থমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকগুলোতে তারল্য সংকটসহ যেসব চ্যালেঞ্জের কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, আমি তার সঙ্গে একমত। সে ক্ষেত্রে আমাকে কিছুটা সময় দিতে হবে।’
তিনি বলেন, ‘চ্যালেঞ্জ ছিল, আছে। এই চ্যালেঞ্জকে মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। অনেক চ্যালেঞ্জ আছে, তা সমাধান করতে হবে। রাতারাতি সব সংকট দূর করা যাবে না। বিষয়গুলো বুঝতে একটু সময় দিন।’
আগামী রমজান মাসে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে মিলে কাজ করবে বলে জানান অর্থমন্ত্রী। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদেরও সহযোগিতা চান তিনি। মন্ত্রী বলেন, ‘রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সময় দিতে হবে। পণ্যের দাম নিয়ন্ত্রণ করতে অর্থ মন্ত্রণালয় একা পারবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবো। রাতারাতি সব কিছু ঠিক করা যাবে না।’
এসময় অর্থপাচার প্রসঙ্গেও কথা বলেন সাবেক এই কূটনীতিক। তিনি বলেন, ‘অর্থপাচার রোধে কাজ করা হবে। টাকার মূল্য কমে গেছে। সেটা নিয়েও কাজ করা হবে। এ বিষয়ে দেখি কী করা যায়।’
আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘আমরা সবাই মিলে একযোগে সততা-দক্ষতা-জবাবদিহিতার সঙ্গে কাজ করলে সব সমস্যার সমাধান খুব দ্রুতই সম্ভব।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com