ডেস্ক রির্পোট:- গাজায় ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের দৈনিক মৃত্যুর সংখ্যা একবিংশ শতাব্দীর অন্য যে কোনো বড় সংঘাতের চেয়ে বেশি। অক্সফাম এই মন্তব্য করেছে।
এক বিবৃতিতে অক্সফাম বলেছে, ইসরায়েলের সামরিক বাহিনী প্রতিদিন গড়ে ২৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করছে, যা সাম্প্রতিক বছরগুলোর অন্য যে কোনো বড় সংঘাতের দৈনিক মৃত্যুর সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
আন্তর্জাতিক সাহায্য সংস্থা শতাব্দীর শুরু থেকে বিভিন্ন সংঘাতে দৈনিক গড় মৃত্যুর একটি তালিকা সরবরাহ করেছে: সিরিয়ায় ৯৬.৫, সুদানে ৫১.৬, ইরাকে ৫০.৮, ইউক্রেনে ৪৩.৯, আফগানিস্তানে ২৩.৮ এবং ইয়েমেনে ১৫.৮।
এতে বলা হয়, ক্ষুধা, রোগ ও শীতের পাশাপাশি ইসরায়েলি বোমাবর্ষণের কারণে গাজায় ফিলিস্তিনিদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে এবং প্রয়োজনীয় খাবারের মাত্র ১০ শতাংশ ছিটমহলটিতে প্রবেশ করতে পারে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২৩,৪৬৯ ফিলিস্তিনি নিহত এবং ৫৯,৬০৪ জন আহত হয়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com