ডেস্ক রির্পোট:- দক্ষিণ লোহিত সাগরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ছোঁড়া ২১টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করার দাবি করেছে আমেরিকা ও ব্রিটেন। এর মধ্যে ১৮টি ড্রোন এবং তিনটি ক্ষেপণাস্ত্র। মঙ্গলবার এসব ভূপাতিত করা হয়।
ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি ছিল জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল ও দুটি জাহাজ-বিধ্বংসী ক্রুজ মিসাইল।
মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তারা ব্রিটেনের সঙ্গে যৌথভাবে জাহাজ চলাচলের আন্তর্জাতিক রুটগুলো রক্ষা করার জন্য আরও ব্যবস্থা নেবে।
ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হুতিদের হামলায় কোনও আঘাত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ১৯ নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক শিপিং লেনে এটি হুতিদের ২৬তম হামলা। সূত্র: বিবিসি, আল জাজিরা
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com