ডেস্ক রির্পোট:- নতুন মন্ত্রিসভার শপথ শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের শপথ গ্রহণ শেষে মন্ত্রিপরিষদ সচিব প্রজ্ঞাপন জারি করেছেন।
টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ পাঠ করান। পরে পর্যায়ক্রমে ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। শপথ শেষে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা স্বাক্ষর করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ চার নারী সদস্য রয়েছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয় নিজের হাতে রেখেছেন।
ডা. দীপু মনিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। তিনি এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
সিমিন হোসেন রিমিকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা। এবারই প্রথম তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন।
রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি একাধারে একাদশ সংসদে সংরক্ষিত আসনের সদস্য ছিলেন। একই সঙ্গে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সরাসরি সংসদ সদস্য নির্বাচিত হন। এবারই প্রথম সংসদ ভোটে নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন তিনি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com