আন্তর্জাতিক ডেস্ক:-ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন মাত্র ৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল অটল। তিনি দেশটির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হিসেবে এ পদের দায়িত্ব গ্রহণ করেছেন।
গ্যাব্রিয়েল অটল ফ্রান্স সরকারের শিক্ষামন্ত্রী ও মুখপাত্রের দায়িত্ব পালন করেছেন। ৩৪ বছর বয়সে তিনি আধুনিক ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়লেন। এর আগে সমাজতান্ত্রিক লরেন্ট ফ্যাবিয়াস ১৯৮৪ সালে ৩৭ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন।
রয়টার্সের খবরে বলা হয়, ইউরোপীয় নির্বাচন সামনে রেখে সম্প্রতি সরকারের ব্যাপক রদবদলের ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এতে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা না থাকা প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নি পদত্যাগের ঘোষণা দেন। তিনি ২০ মাস ধরে ফ্রান্সের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।
বর্নির পদত্যাগের ঘোষণার পর প্রধানমন্ত্রী হিসেবে ৩৪ বছর বয়সি গ্যাব্রিয়েল অটলের নাম ঘোষণা করা হলো। গ্যাব্রিয়েল অটল একজন স্বঘোষিত সমকামী রাজনীতিবিদ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com