রাঙ্গামাটি:- রাঙ্গামাটি ২৯৯ নম্বর আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী দীপংকর তালুকদার এগিয়ে আছেন।
রোববার (৭ জানুয়ারি) ফলাফল ঘোষণা করছেন জেলার রিটার্নিং কর্মকর্তা।
এখন পর্যন্ত জেলার ২১৩ কেন্দ্রের মধ্যে ৮০টি কেন্দ্রের ফলাফলে দীপংকর তালুকদার পেয়েছেন এক লাখ ১৬ হাজার ২৭১ ভোট। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী ছড়ি প্রতীক নিয়ে অমর কুমার দে পেয়েছেন এক হাজার ৪৯৯ ভোট। তৃণমূল বিএনপির প্রার্থী সোনালী আঁশ প্রতীক নিয়ে মিজানুর রহমান পেয়েছেন ৮৭৩ ভোট।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। এখন ফলাফলের অপেক্ষা। দেশের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ, জালভোট, কেন্দ্র দখলের মতো ঘটনার খবর পাওয়া গেলেও সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে।
আজ রোববার বিকেলে ভোট গ্রহণ শেষে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছে, সারা দেশে গড়ে ৪০ শতাংশ ভোট পড়েছে।
এর আগে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, সারা দেশে বিকেল ৩টা পর্যন্ত অর্থাৎ ৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানের মোট সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।
ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বাতিলের বিষয় নিয়ে ইসি সচিব বলেন, ‘সকাল থেকে ছিল তিনটি। পরে আরও চারটি কেন্দ্রে নিয়ে মোট সাতটি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে এবং জালভোট বা জালভোট প্রদানে সহায়তা করার কারণে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি বা দণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আছেন এবং যারা জালভোট দিতে গেছেন তারাও আছেন।’
আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। বেশির ভাগ কেন্দ্রে নৌকা ছাড়া অন্য দলের এজেন্ট না থাকার খবর সকাল থেকেই পাওয়া গেছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com