কক্সবাজার:- কক্সবাজারের ৪টি সংসদী আসনের ৫৫৬টি ভোট কেন্দ্রে চলছে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ। সকাল ৮ টা থেকে শুরু হয় ভোট উৎসব।
সকাল সাড়ে ৮ টায় শহরের বার্মিজ স্কুল, টেকপাড়া প্রাইমারি ও হাশেমিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারের উপস্থিতি নগন্য। কিছুক্ষণ পর পর ৪-৫ জন করে কেন্দ্রে আসছে। ২-৩ মিনিটের মধ্যে ভোট দিয়ে চলে যাচ্ছে। কোন ঝামেলা ছাড়া ভোট দিতে পেরে তারা সবাই খুশি। সকাল ৯টা পর্যন্ত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতির চিত্র ছিল এমনই। তবে ১০ টার পর থেকে ভোটারের সংখ্যা বাড়তে থাকে।
বাংলা বাজার ছুরুতিয়া মাদ্রাসা কেন্দ্রে ৭০ বছরের বয়োবৃদ্ধ জামাল আহমেদ পায়ে সমস্যা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভোট দিতে এসেছেন। তিনি বলেন, ‘ভোট দেওয়ার জন্য ভোর সকালে ঘুম থেকে উঠে। একজন প্রার্থীর কর্মীদের সহায়তায় ভোট দিলাম। কোন সমস্যা হয়নি।’
রাশেদা আক্তার নামে এক নারী ভোটার জানান, ‘ঝামেলা ছাড়া ভোট দিতে পেরে ভালোই লাগছে। পরিবারের সবাই দুপুরের মধ্যে ভোট দিয়ে দিবে।’
হাশেমিয়া কামিল মাদ্রাসার প্রিসাইডিং অফিসার জাহেদুর রহমান বলেন, ‘সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়। কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।’
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, কক্সবাজার জেলার চার সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লক্ষ ৫০ হাজার ৯৬০ জন। তন্মধ্যে, পুরুষ ভোটার ৮ লক্ষ ৭৩ হাজার ৪৮০ জন এবং মহিলা ভোটার ৭ লক্ষ ৭৭ হাজার ৪৭৮ জন। হিজড়া ভোটার রয়েছে জেলার মধ্যে টেকনাফে মাত্র ২ জন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, ‘কক্সবাজারের চারটি আসনের সব কটি কেন্দ্রকেই বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র দখল, ব্যালট ছিনতাই কিংবা কোনো ধরনের গোলযোগের সুযোগ কাউকে দেওয়া হবে না। নির্বাচন শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com