ডেস্ক রির্পোট:- রাত পোহালেই বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ক্লেমা নালেতসোভি ভুলে।
শুক্রবার (৫ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটার) অ্যাকাউন্টে ক্লেমন এ ক্ষোভ প্রকাশ করেন।
ক্লেমন লিখেছেন, ‘রাজনৈতিক কর্মী এবং সুশীল সমাজের ওপর দমনপীড়ন অবিলম্বে বন্ধ করার জন্য আমরা বারবার আহ্বান জানিয়েছি। আসন্ন নির্বাচনকে ঘিরে যে দমনমূলক পরিবেশ তৈরি হয়েছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’
পরে আরেক এক্স হ্যান্ডলে ক্লেমা ভুলে লিখেছেন, ‘ভিন্নমত দমনে নাগরিক সমাজের প্রতিনিধি, বিক্ষোভকারী ও বিরোধীদের অপরাধী সাব্যস্ত করা, আইনশৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়ি ব্যবহার এবং সহিংসতা থেকে বিরত থাকতে আমি আগেও যে আহ্বান জানিয়েছিলাম, তা পুনরায় জানাচ্ছি।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com