ডেস্ক রির্পোট;- সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ঢাকাসহ সারাদেশে চলছে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল কর্মসূচি। এ কর্মসূচির প্রথমদিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানবাহন ও যাত্রীর চাপ কম রয়েছে। তবে পুলিশের দাবি, আগামীকাল রবিবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় আজ যান চলাচলে কিছু বিধি নিষেধ রয়েছে। সে কারণে যানবাহনের চাপ কম রয়েছে।
শনিবার (৬ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, সাইনবোর্ড এলাকায় এমনই চিত্র লক্ষ্য করা যায়।
দেখা যায়, সকাল থেকেই অল্প সংখ্যক দূরপাল্লার যানবাহন ছেড়ে যাচ্ছে। মহাসড়কে শুধুমাত্র আঞ্চলিক যানবাহনই বেশি চলাচল করতে দেখা গেছে। তবে যাত্রীর অভাবে এইসব যানবাহনগুলোকে দীর্ঘক্ষণ বাস স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। এদিকে, জরুরি কাজ ছাড়া এদিন কোনো যাত্রীকেই চলাচল করতে দেখা যায় নি। অন্যদিকে অধিকাংশ দূরপাল্লার বাস বন্ধ থাকায় টিকেট কাউন্টারগুলোতে সুনসান অবস্থা বিরাজ করতে দেখা গেছে।
সেলিম রানা নামে এক চাকুরীজীবী জানান, অফিস বন্ধ থাকায় চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম। এসে দেখি মহাসড়কে চট্টগ্রামের অধিকাংশ বাসই বন্ধ রয়েছে। কিছু দূরপাল্লার বাস দেখা গেলেও তা কুমিল্লা পর্যন্ত চলাচল করে।
মো. খোকন নামে অপর যাত্রী জানান, এক জরুরি কাজে চট্টগ্রাম যাব তাই বের হয়েছিলাম। বাস পেলেও যাত্রী না থাকায় বাস এখনও ছেড়ে যাচ্ছে না। কখন গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাতে পারব তা জানি না।
শামীম মিয়া নামে একটি কাউন্টারের সেলসম্যান জানান, আজ নির্বাচনের আগের দিন হওয়ায় যাত্রী কম রয়েছে। আবার শুক্রবার রাতে বিভিন্ন স্থানে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে। এ সব কারণে আজ অধিকাংশ যানবাহনই চলাচল বন্ধ রয়েছে।
আরিফ হোসেন নামে এক বাসচালক জানান, যাত্রী কম থাকলেও বাস নিয়ে বের হয়েছি। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যায় পড়তে না হলে মনে এক ধরনের ভয় কাজ করছে।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান, আজ কি কারণে বাস চলাচল কম তা আমার জানা নেই। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা কাজ করে যাচ্ছি।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক জানান, রবিবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় আজ যান চলাচলে কিছু বিধিনিষেধ রয়েছে। পাশাপাশি আজ অনেক অফিস বন্ধ থাকায় যানবাহনের চাপ কম রয়েছে। তবে মহাসড়কে কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটেনি। যেকোনো অরাজকতা ঠেকাতে আমরা সবসময় প্রস্তুত রয়েছি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com