ডেস্ক রির্পোট:- চট্টগ্রাম-১১ আসনের বন্দর থানা এলাকার নিশ্চিন্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনের একটি ভোটকেন্দ্র এটি।
শনিবার (৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে থানার ৩৮ নম্বর ওয়ার্ড ধুপপুল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ দুপুরের দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শামীম বলেন, দুর্বৃত্তের আগুনের খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমাদের ২টা ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা করে ভোর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
এ বিষয়ে ওয়ার্ড আ.লীগ নেতা সালাউদ্দিন বাদশা বলেন, ভোরে স্কুলের হেড মাস্টারের রুমের পিছনের জানালা ভেঙে দুবৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এতে স্কুলের প্রধান শিক্ষক সুব্রা রানী দের মূল্যবান কম্পিউটার, বিভিন্ন বই ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পরে আমরা থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে জানতে বন্দর থানার ওসি মনজুর কাদের মজুমদারকে ফোন দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com