বিনোদন ডেস্ক:- স্পষ্টভাষী হিসেবে টলিউডে বেশ পরিচিতি রয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর। কাজ দিয়ে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু শোনা যায়, ‘ঠোঁটকাটা’ স্বভাবের কারণে সাম্প্রতিক সময়ে তিনি কিছুটা একা হয়ে পড়েছেন। ইন্ডাস্ট্রিতে তার বন্ধুর সংখ্যাও তলানিতে।
এই প্রসঙ্গেই মিমির কাছে জানতে চাওয়া হয়, সত্য কথা বলে তিনি কখনও বিপদে পড়েছেন কিনা। জবাবে কলকাতার গণমাধ্যম আনন্দবাজারকে তিনি বলেছেন, ‘আমি সত্য কথা বলে যে জীবনে কত বন্ধু হারিয়েছি, তার কোনও হিসাব নেই। আসলে তারা সবাই তেল মারায় অভ্যস্ত। তাই সত্যি বলায় তাদের শত্রু হয়ে গিয়েছিলাম।’
ওই বন্ধুদের হারিয়ে অবশ্য খুব একটা আফসোস নেই মিমির। তার ভাষ্য, “এটাই অনেক ভালো। যারা সত্য কথা বললে চলে যায়, তারা তো কখনোই আমার বন্ধু ছিল না। যারা থেকে গেছে, তারা সারা জীবন থাকবে। অনেকেই মুখে বলবে, ‘আমায় কিন্তু সব সত্যি বলবি’। কিন্তু যেই বললাম, তখন তারা আর নিতে পারে না। তাদের আমার প্রয়োজন নেই। বন্ধুরা তো সাফল্যে খুশি হবে, বাহবা দেবে। যদি ঈর্ষা করে, তা হলে আর কিসের বন্ধু!”
এদিকে কাজের ক্ষেত্রে সম্প্রতি ওটিটি কনটেন্টে নাম লিখিয়েছেন মিমি চক্রবর্তী। তার প্রথম ওয়েব সিরিজ ‘যাহা বলিব সত্য বলিব’ মুক্তি পাচ্ছে ৫ জানুয়ারি। এতে তিনি একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন। সঙ্গে আছেন টোটা রায় চৌধুরী। চন্দ্রাশিস রায় নির্মিত সত্য ঘটনা অবলম্বনের সিরিজটি দেখা যাবে হইচই-তে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com