ডেস্ক রির্পোট:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দিন খান নির্বাচন থেকে সরে যাবার ঘোষণা দিলেন। তিনি মঙ্গলবার দুপুরে কাপাসিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি শারীরিক অসুস্থতা, পারিবার ও আর্থিক সংকটের কারণ জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।
মো. সামসুদ্দিন খান বলেন, দল আমাকে মনোনয়ন দিয়েছে। ১৯৭ কাপাসিয়া আসনে দলীয় লাঙ্গল প্রতীকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। সেজন্য পোস্টার ছাপানো ও লিফলেট বিতরণ করা হয়। বর্তমানে আমার শারীরিক ও পারিবারিক এবং আর্থিক সমস্যার কারণে নির্বাচন কার্যক্রম চালিয়ে নেয়া সম্ভব নয়। তাই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্বান্ত নিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এনামুল কবীর এনাম, গাজীপুর জেলার জাতীয় যুব সংহতির সদস্য সচিব অ্যাডভোকেট জাকির হোসেন ও জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক বাদশা আব্দুল্লাহ প্রমুখ।
এর আগে গাজীপুর-১ ও গাজীপুর-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com