ডেস্ক রির্পোট:- সাধারণত ক্রিকেট বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রথম টেস্টে সিরিজ নিয়ে আগ্রহ থাকে না বললেই চলে। তার সাথে দেশে নির্বাচনের হাওয়া যা আগ্রহ ছিল তা আরো কমে গেছে। কিন্তু তবুও ক্রিকেট তো আর থেমে থাকবে না। সিলেটে আজ প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে স্বাগতিকরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট দিয়ে ব্যাটার শাহাদাত হোসেনে দিপুর আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ার শুরু হচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল সাজিয়েছে পুরোপুরি স্পিন দিয়ে। একাদশের একমাত্র পেসার হিসেবে আছেন শরীফুল ইসলাম। দলের তিন স্পিনার—মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।
নিউজিল্যান্ড দলে খুব বেশি চমক নেই। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন ইশ সোধি এবং এজাজ প্যাটেল। বোলিং বিভাগে আছেন মোট ৫ জন। সোধি এবং এজাজকে সিলেটের সবুজ পিচে সঙ্গ দেবেন পার্ট টাইমার গ্লেন ফিলিপস। দলে আছে দুই পেসারও। অধিনায়ক টিম সাউদির সঙ্গে পেস বিভাগে আছেন কাইল জেমিসন। চমক বলতে বিশ্বকাপ মাতানো কিউই রাচিন রবীন্দ্রর না থাকা।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটকিপার), তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, নাঈম হাসান ।
নিউজিল্যান্ড একাদশ: টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, এজাজ প্যাটেল।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com