ডেস্ক রির্পোট:- জাতীয় সংসদ নির্বাচনের তপশিল বাতিল চেয়ে তিনটি প্রস্তাব তুলে ধরেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় সংলাপ’ নামের এক অনুষ্ঠানে তিনটি লিখিত প্রস্তাব তুলে ধরেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।
অনুষ্ঠানে বিএনপি, এবি পার্টি, গণফোরাম একাংশ, জাগপাসহ অন্যান্য কয়েকটি দলের প্রতিনিধি অংশ নেন। ‘সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে’ ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনটি প্রস্তাব হলো, নির্বাচন কমিশন ঘোষিত তপশিল বাতিল করে গ্রেপ্তার বিরোধীদলীয় নেতাকর্মীদের মুক্তি দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি, বর্তমান সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন এবং কার্যকরী সংসদ, রাজনৈতিক সংহতি এবং শতভাগ জনমতের প্রতিফলনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকার বিরোধী মতকে স্তব্ধ করার জন্য বিভিন্নমুখী ষড়যন্ত্রে লিপ্ত। সরকারের ছত্রচ্ছায়ায় দুর্নীতিবাজ ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়েছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com