রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে কিশোর বলাৎকারের ঘটনায় মো. ওমর সাদেক রিয়াদ ওরফে ওমর ফারুককে (২১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অনাদায়ে ১ লাখ টাকা জরিমানা প্রদান করেছে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নিার্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এইএম ইসমাইল হোসেন।
রোববার (২৬ নভেম্বর) দুপুরে বাদী-বিবাদী পক্ষের শুনানি শেষে এ রায় প্রদান করা হয়।
মামলার নথিতে উল্লেখ করা আছে, ২০২০ সালের ৯ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কিশোর বন্ধুদের সাথে জেলা শহরের শান্তিনগর বাস টার্মিনাল এলাকায় তার বাড়ির পাশে লুকোচুরি খেলা করার সময় হঠাৎ আসামি ওমর সাদেক রিয়াদ ওরফে ওমর ফারুক ওই কিশোরকে জোর করে বলাৎকার করে। এরপর কিশোরের বাবা ওই বছরের ১০ অক্টোবর রাঙ্গামাটি কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
এদিকে রাষ্ট্র পক্ষে আইনজীবী ছিলেন, বিজ্ঞ বিশেষ পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মো. সাইুফুল ইসলাম অভি। আসামি পক্ষে বিজ্ঞ আইনজীবী ছিলেন, এ্যাডভোকেট শফিউল আলম মিয়া, এ্যাডভোকেট রাশেদ ইকবাল এবং এ্যাডভোকেট কামাল হোসেন সুজন।
রাষ্ট্র পক্ষের আইনজীবী এ রায়ে সঠিক বিচার হয়েছে দাবি করলেও আসামি পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে বিষয়টি নিয়ে আপিল করবে বলে জানান।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com