রাঙ্গামাটি:- ভরা মৌসুমে পর্যটক না থাকায় বিপাকে পড়েছে রাঙ্গামাটির পর্যটন খাত। হরতাল ও অবরোধে গত এক মাসে রাঙ্গামাটিতে কমেছে পর্যটকের সংখ্যা। ফলে রাঙ্গামাটির পল ওয়েল পর্যটন কেন্দ্র ও রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতুতে পর্যটক নেই। হরতাল ও অবরোধে রাঙ্গামাটিতে পর্যটক শূন্যের কোটায় ঠেকেছে। হোটেল-মোটেল ও গাড়ির পাঁচ সহস্রাধিক শ্রমিক, দোকান কর্মচারীর অলস সময় কাটছে।
পর্যটন মৌসুমে রাঙ্গামাটিতে প্রতিদিন হাজারো পর্যটক আসেন। একমাস আগেও যেখানে অগ্রিম বুকিং ছাড়া রাত কাটানো ছিল দায়। আর এখন হোটেল মোটেল রির্সোট এর অনেক কক্ষ খালি পড়ে আছে। ফলে হোটেল-মোটেলের কর্মচারী ও যানবাহন শ্রমিকের বেতন-ভাতা দিতে গিয়ে মালিক পক্ষকে হিমশিম খেতে হচ্ছে।
রাঙ্গামাটি পর্যটন কর্পোরেশনের কর্মকর্তা মো সোহেল বলেন, বন্ধের দিনগুলোতে আগের চেয়ে কমেছে পর্যটক। দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে রুম বুকিং কমে গেছে বলে তিনি জানান ।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com