ডেস্ক রির্পোট:- গাজায় ‘পূর্ণ যুদ্ধবিরতি’র আহ্বান জানালেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই।
ফিলিস্তিনিদের ‘অপ্রয়োজনীয় দুর্ভোগ’ বন্ধের সমাধান হিসেবে শুক্রবার দিবাগত রাতে তিনি এই আহ্বান জানান।
পাকিস্তানের এ নারী সমাজকর্মী মাত্র ১৫ বছর বয়সে তালেবানদের হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেন। যুদ্ধবিরতিকে ইঙ্গিত করে বিশ্বব্যাপী পরিচিত এ ব্যক্তিত্ব জানান, শুক্রবার রাতে তিনি গাজার নারী ও শিশুদের জন্য স্বস্তি বোধ করছেন।
এরই মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আবারো হামলার ইঙ্গিত দিয়েছেন। মালালার ভাষ্যেও সেই আশঙ্কা ফুটে উঠেছে। কারণ, সকালে শোকার্ত প্রিয়জনদের সঙ্গে যখন জেগে উঠবে তখনো খাদ্য ও পানির সংকট থেকে যাবে। এ ভয়ও তারা পাবে যে, তাদের বাড়ি, রাস্তা ও বিদ্যালয় শিগগিরই আবার আগুনে পুড়ে যাবে।
‘একটি পূর্ণ যুদ্ধবিরতি এবং আরো মানবিক সহায়তার জন্য আমাদের অবশ্যই তাদের পক্ষে কথা বলতে হবে। অপ্রয়োজনীয় দুর্ভোগের অবসান হওয়া উচিত’, বলেও মন্তব্য করেন মালালা।
এক্সে আরেক পোস্টে তার সঙ্গে অনলাইন পিটিশনে যোগ দেওয়ার আহ্বান জানান মালালা। যেখানে তিনি গাজার শিশুদের সুরক্ষা চেয়েছেন। সূত্র: আল জাজিরা
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com