কক্সবাজার:- কক্সবাজারের উখিয়ায় আতা উল্লাহ (৫০) নামের এক রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ওই ক্যাম্পের সাবেক সহকারী মাঝি (নেতা)।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী ১৯ নম্বর তাজনিমার খোলা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত আতা উল্লাহ ক্যাম্পের মৃত জালাল আহমেদের ছেলে।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)- ৮ অধিনায়ক মো. আমির জাফর বলেন, অজ্ঞাত ৫-৬ জন সন্ত্রাসী আতা উল্লাহকে ১৯ নম্বর ক্যাম্পের ব্লক ৯/১ এ ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। খবর পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে আরটিএম হাসপাতালে পাঠান। তাকে আরটিএম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com