ডেস্ক রির্পোট:-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় সংসদকে ১৬টি পরামর্শ দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ দেন। একই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে এই বিষয়ে শুনানির জন্য পাঠানো হয়েছে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ৭ নভেম্বর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় সংসদকে ১৬টি পরামর্শ দিয়ে রায় প্রকাশ করেন বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ।
আদালত আশাবাদ ব্যক্ত করেছেন, এসব পরামর্শের আলোকে কার্যকারী ব্যবস্থা গ্রহণ করলে বাংলাদেশ আগামী ১০ বছরের মধ্যে দুর্নীতিমুক্ত রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। পরে ওই রায় স্থগিত চেয়ে আবেদন করে দুদক।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com