ঢাকা : সারা দেশে বিএনপিসহ বিরোধীদলীয় রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পরে বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাসও ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান বোরেলের এক্সবার্তার সঙ্গে একমত পোষণ করে।
গতকাল রোববার (৫ নভেম্বর) ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল সামাজিকমাধ্যম এক্সের এক পোস্টে এ উদ্বেগ জানিয়েছিলেন। সেই বার্তা নিজেদের টাইমলাইনে শেয়ার করে একমত পোষণ করেছে বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাস।
জোসেপ বোরেল বলেন, ‘বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী নেতাকর্মী গ্রেপ্তারে উদ্বেগ জানাচ্ছি। প্রতিটি মামলায় অবশ্যই ন্যায়বিচার হতে হবে।’
সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে জোসেপ বোরেল লিখেছেন, ‘আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা খুবই গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক হবে।’
পরে বাংলাদেশের মার্কিন দূতাবাসের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে বোরেলের বার্তা শেয়ার করে লেখা হয়, ‘আমরাও এর সঙ্গে একমত।’
এর আগে গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য, যুবদল নেতাসহ তিনজন নিহত হন। সংঘর্ষের কারণে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর থেকে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ সারা দেশে দলটির নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। এ পর্যন্ত আট দিনে সারা দেশে দলটির প্রায় ৮ হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com