ডেস্ক রির্পোট:- সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ইউনিসফার ফোর্স কমান্ডার মেজর জেনারেল বেঞ্জামিন ওলফেমি শোয়ারকে ক্রেস্ট প্রদান করেন
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ইউনিসফার ফোর্স কমান্ডার মেজর জেনারেল বেঞ্জামিন ওলফেমি শোয়ারকে ক্রেস্ট প্রদান করেনছবি: আইএসপিআর
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সুদান পরিদর্শনের প্রথম দিনে মঙ্গলবার মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শন করেছেন। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পরিদর্শনকালে মতবিনিময় সভার মাধ্যমে শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বাংলাদেশী শান্তিরক্ষীদের কাছ থেকে অবগত হন সেনাপ্রধান। পরবর্তীতে শান্তিরক্ষীদের মূল্যবান দিক নির্দেশনা প্রদান করেন তিনি। পরে তিনি কাদুগলির মুরতা ভিলেজ এলাকায় বঙ্গবন্ধু ফ্রি মেডিকেল ক্লিনিকের উদ্বোধন করেন।
পরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ইউনিসফার ফোর্স কমান্ডার মেজর জেনারেল বেঞ্জামিন ওলফেমি শোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশী ডেপুটি ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকির, বিভিন্ন এজেন্সির প্রধান, ১৪ ডিভিশন কমান্ডার, কাদুগলির গভর্নর, স্থানীয় ভিলেজ প্রধান, স্থানীয় গন্যমান্য এবং গণমাধ্যম ব্যক্তিরা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com