রাঙ্গামাটি:- রাঙ্গামাটির লংগদুতে স্পিডবোট দুর্ঘটনায় মমতাজ বেগম (৩৫) নামে একজন নিহত হয়েছে। তার বাড়ি উপজেলার সোনাই ৫নং এলাকায়। এসময় গুরতর আহত অস্থায় আরো দুজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উপজেলার মাইনী ইউনিয়নের মাইনী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ১১টার দিকে দুইজন শিশু ও চালকসহ মোট ১৩ জন যাত্রী নিয়ে উপজেলার মাইনী ঘাট থেকে রাঙ্গামাটির উদ্দেশ্য রওনা করে। লংগদু উপজেলার মধুয়াছড়া এলাকায় আসলে ঘাটে ভেড়ানো একটি টলারের সাথে সজরে ধাক্ক দিয়ে ঘটনাস্থলে বোটটি দুমড়েমুচড়ে ডুবে যায়। তখন সাথে সাথে মমতাজ বেগম পানিতে ডুবে যায় এবং গুরতর আহত হয় ৮ বছরের এক শিশু সালমান ও ৬০ বছরের বৃদ্ধা কবির হোসেন। শিশুটির বাড়ি উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়ন এবং বৃদ্ধার বাড়ি গুলশাখালী ইউনিয়নে। বোটে থাকা আরো সাতজন যাত্রী স্বাভাবিক রয়েছে।
ঘটনার সাথে সাথে নদীতে জাল ফেলে মমতাজ বেগমকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এসময় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, লংগদু থানা পুলিশ এবং স্থানীয়রা লাশ উদ্ধারের কাজে অংশ নেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com