রাঙ্গামাটি:- রাঙ্গামাটির রাজস্থলীতে গভীর অরণ্য থেকে বিপন্ন প্রজাতির একটি ঈগল পাখি উদ্ধার করেছে বন বিভাগ।
সোমবার (১৩ মার্চ ) সকালে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজস্থলী সদর রেঞ্জের রেন্জ কর্মকর্তা শাহিন মিয়ার নেতৃত্বে গহীন অরণ্য থেকে এ ঈগল পাখিটি উদ্ধার করা হয়।
বন বিভাগ জানায়, সোমবার সকালে পাহাড়ি এক শিকারী ঈগলটিকে ধরে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল। সে সময় স্থানীয়দের মাধ্যমে তথ্য পেয়ে বন বিভাগের কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারী ব্যক্তি ঈগল পাখিটিকে রেখে পালিয়ে যান।
এরপর বন বিভাগ কর্তৃপক্ষ ঈগল পাখি উদ্ধার করে নিয়ে আসে রাজস্থলী সদর রেন্জে। ঈগল পাখিটিকে চট্রগ্রাম ওয়িল্ড লাইফ ডিবিশনের ডুলাহাজারি সাপারি পার্কে অবমুক্ত করা হবে।
এ সময় বন্যপ্রানী উদ্ধারের জন্য দিকনির্দেশনা প্রদান করেন, চট্রগ্রাম ওয়াল লাইফ ডিবিসনের কর্মকর্তা বন্যপ্রানী জীব বৈচিত্র সংরক্ষক কর্মকর্তা নুরজাহান।
রাজস্থলী সদর রেঞ্জ কর্মকর্তা শাহীন মিয়া বলেন, উদ্ধার হওয়া ঈগল পাখিটি ২০১৫ সাল অনুযায়ী ডাউন কালার লিস্টে থাকা একদম সংকটাপন্ন বিরল প্রজাতির প্রাণী।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com