খাগড়াছড়ি:- খাগড়াছড়িতে পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবককে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। একইসাথে আটক রোহিঙ্গার ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন করার সঙ্গ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের মামলায় সম্পৃক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৩ মার্চ) দুপুরে এ আদেশ দেন আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলম। এছাড়াও বিষয়টির তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন এই বিচারক।
রিমান্ডপ্রাপ্ত ওই রোহিঙ্গা যুবকের নাম মো. মাতালম। বাবার নাম আবু সৈয়দ, মায়ের নাম মৃত রহিমা খাতুন। মাতালমের বাবা কুতুপালং ক্যাম্পে থাকেন বলে জানিয়েছেন ওই রোহিঙ্গা যুবক।
এজাহার সূত্রে জানা যায়, গত ৯ মার্চ বেলা ১১টায় খাগড়াছড়িতে পাসপোর্ট করতে এসে পুলিশের হাতে আটক হন রোহিঙ্গা যুবক মাতালম। ১০ মার্চ সদর থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করে পুলিশ।
আটক রোহিঙ্গাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com