ডেস্ক রির্পোট:- নিজেকে সব সময় চরিত্রের মতো করে রাঙিয়ে নিতে সিদ্ধহস্ত বলিউড নায়িকা ভূমি পেড়নেকর। এবার এক সাদা-কালো ছবিতে সম্পূর্ণ নতুন রূপে তিনি। ‘ভিড়’ ছবিতে একদম সাদামাটা মেয়ের চরিত্রে ভূমি। ২০২০ সালের করোনার বিধিনিষেধে মানুষের অসহয়তার কাহিনি নিয়ে ছবিটি তৈরি করেছেন অনুভব সিনহা। অনুভবের ছবির সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ খুশি ভূমি। ছবিটি প্রসঙ্গে ভূমি বলেছেন, ‘“ভিড়” এমন এক কাহিনি, যার সম্পর্কে বলা জরুরি ছিল। আর এই ছবির অভিনয়শিল্পীর তালিকা দুর্দান্ত। তাঁদের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করে অত্যন্ত সম্মানিত বোধ করছি।’
এই বলিউড নায়িকা আরও বলেছেন, ‘এই ছবির অংশ হতে পেরে দারুণ লাগছে। আর এই ছবিটা আমার কাছে সব সময় বিশেষ হয়ে থাকবে। অনুভব সিনহার সঙ্গে কাজ করা দারুণ এক অভিজ্ঞতা। তিনি জীবনের কথা তুলে ধরেছেন। আমি চাই, দর্শক এই ছবিটা দেখুক। সত্যি বলতে আমার আর তর সইছে না।’
‘ভিড়’ ছবিতে ভূমি পেড়নেকর ছাড়াও আছেন রাজকুমার রাও, পঙ্কজ কাপুর, আশুতোষ রানা, দিয়া মির্জা, কৃতিকা কামরা, করণ পণ্ডিত। ট্রেলারে ছবিটি সাদা-কালোতে দেখা গেছে। জানা গেছে, এটি সাদা–কালোতেই বানানো হয়েছে। ২৪ মার্চ ছবিটি মুক্তি পাবে।
চলতি বছর আরও অন্তত পাঁচটি সিনেমায় ভূমিকে দেখা যাবে। এর মধ্যে আছে ‘দ্য লেডিকিলার’, ‘আফওয়া’, ‘ভক্ষক’, ‘মেরে হাজব্যান্ড কি বিবি ’ইত্যাদি সিনেমা।
অভিনেত্রী জানান, সিনেমাগুলোয় বৈচিত্র্যময় বিভিন্ন চরিত্রে অভিনয়ের চ্যালেঞ্জ নিতে চেয়েছেন তিনি। ভূমি বলেন, ‘ছয় সিনেমায় দর্শক ছয়জন আলাদা ভূমিকে দেখতে পারবেন। এটি নিয়ে এখন থেকেই আমি রোমাঞ্চিত। এমন সুযোগ পাওয়ার জন্য শিল্পী হিসেবে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com