রাজশাহী :- বাসের টিকিট কাটা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ চলছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে এই ঘটনা শুরু হয়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ছাড়া বিনোদপুর গেটের আশপাশের দোকানে শিক্ষার্থীরা আগুন লাগিয়েছেন বলে জানা গেছে। তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক। তিনি বলেন, ‘আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।’
আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের সময় বিনোদপুর গেটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থানস্থানীয়দের সঙ্গে সংঘর্ষের সময় বিনোদপুর গেটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, আজ বিকেলে বিনোদপুর বাস কাউন্টারে টিকিট কাটা নিয়ে টিকিট কাউন্টার মালিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। এ নিয়ে কথা বলার জন্য সন্ধ্যা ৬টার দিকে সেখানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া উপস্থিত হলে স্থানীয়রা তাঁর ওপর চড়াও হন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ইট নিক্ষেপ করে হামলা করেন স্থানীয় লোকজন।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com