বান্দরবান:-বান্দরবানে আলীকদম উপজেলার অবৈধ গরু চোরাচালানকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে মিসবাহ উদ্দিন (২৩) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় গিয়াস নামে আরেক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে।
শনিবার দিবাগত রাতে কুরুকপাতার ইউনিয়নের ইন্দুরমুখ নামক এলাকায় এই ঘটনাটি ঘটে।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে নিহত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তি উপজেলা ৩নং নয়াপাড়া ইউনিয়নের মহিউদ্দিন ছেলের।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সীমান্ত সড়ক দিয়ে অবৈধ পন্থায় গরু চোরাকারবারি দল চোরাচালান করতে যান।
সেখানে গরু নিয়ে আসার পর গরু ভাগ বন্টন নিয়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ লেগে যায়।
এতে ঘটনাস্থলে দায়ের কোপে মাথয়ে জখম হয়ে একজন নিহত হয়।
এসময় এক ব্যক্তি গুরত্বর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়।
আলীদকম থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, গরু চোরাকারবারি চক্রটি দু’পক্ষের সংঘর্ষে একজন মারা গেছে খবর পেয়েছি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অন্যান্য আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com