ডেস্ক রির্পোট:- বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রীবৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা
খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তির মেয়াদ আরও বাড়ানো হবে কি হবে না এখনো সেই সিদ্ধান্ত হয়নি। পরিবার থেকে যে আবেদন করা হয়েছে সেটা আইন মন্ত্রণালয়ে এসেছে। কিন্তু আইন মন্ত্রণালয় থেকে এখনো কোনো সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়নি।
ইউরোপীয় ইউনিয়নের সব দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে যে দুই শর্তে জামিন দেওয়া হয়েছিল। এবারও সেটার ব্যত্যয় হবে না। তাঁকে বিদেশে ওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে সেটা সঠিক না।’
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলির নেতৃত্বে নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন, জার্মান, ডেনমার্ক, ইতালি, সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রীর ব্রিফিং আইনমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠাতে চায়। এ ব্যাপারে আইনমন্ত্রীর কাছে তাদের আগ্রহের কথা জানিয়েছেন।
আইনমন্ত্রী বলেন, ‘নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে প্রধানমন্ত্রীর কোনো আপত্তি নাই। তবে এ ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে এবং ব্যবস্থা নেবে।’
‘সরকার চায়, একটি অংশগ্রহণমূলক নির্বাচন হোক, বিএনপিও নির্বাচনে আসুক এটা আমরা চাই। তবে সংবিধানের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এ ব্যাপারে বিদেশিদের কোনো চাপ নাই। তবে বিদেশি কেউ এ ব্যাপারে কথা বললেও তা শুনবে না সরকার। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com