ডেস্ক রির্পোট:- সিরিয়ার শীর্ষ লিগের ম্যাচে রেফারিকে আক্রমণ এবং থুথু দেওয়ার ঘটনায় বড় শাস্তি পেয়েছেন আহমেদ আল-সালেহ। এই ডিফেন্ডারকে আজীবন নিষিদ্ধ করেছে সিরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এসএফএ)।
সিরিয়ার প্রো লিগে গত মাসে আল-জাইশ ও আল-ওয়াথবার ম্যাচের ঘটনা এটি। প্রতিপক্ষের একজন খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখেন আল-জাইশের ফুটলার আল-সালেহ। এর আগে একজন অফিসিয়ালকে লাথি মারেন তিনি। এরপর উভয় দলের খেলোয়াড়রা তাকে সরিয়ে নেন।
লাল কার্ড দেখে মাঠ ছাড়ার আগে মাঠের পাশের একটি চেয়ারে লাথি মারেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। এক বিবৃতিতে এসএফএ জানিয়েছে, ম্যাচের পর ড্রেসিং রুমেও রেফারিকে অপমান করেন আল-সালেহ।
শৃঙ্খলা কমিটি আল-সালেহকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে এবং সিরিয়ার ক্রীড়া ফেডারেশন সংস্থা থেকে তাকে বরখাস্তের প্রস্তাব করেছে। ফলে কোচিংসহ ভবিষ্যতে কোনো ক্রীড়া কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি।
এসএফএ আরও বলেছে, এই শাস্তি চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ পাবেন না আল-সালেহ।
আল-সালেহর ওই লাল কার্ড দেখার ম্যাচে তার দল হেরে যায় ১-০ গোলে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com