খাগড়াছড়ি:- ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতি, জাবারাং কল্যাণ সমিতিসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের আয়োজনে দিনটি পালিত হয়।
বুধবার জেলায় সরকারি-বেসরকারি ও বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের ভাঙ্গাব্রিজ ঘুরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শেষ হয়। পরে স্কুলের শেখ হাসিনা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ও সফল নারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনতাসির জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. নাইমুল হক, জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা প্রমুখ।
বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে সফল জননী হিসেবে ইন্দিরা দেবী চাকমা, উন্নয়নের অগ্রদূত শেফালিকা ত্রিপুরা, সফল নারী উদ্যোক্তা শর্মিলা দে এবং নিপু ত্রিপুরাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com