ডেস্ক রির্পোট:- সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের সবচেয়ে তীব্র লড়াস্থল বাখমুত শহর। তিনদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, বাখমুতের একটি রেলসেতু ধ্বংস করেছে ইউক্রেনীয়রা। সেখান থেকে সেনা প্রত্যাহার করবে এটা তার একটি লক্ষণ বলেও খবরে বলা হয়। তবে এখন পর্যন্ত ইউক্রেনীয় বাহিনী বাখমুত থেকে পিছু হটেনি। উল্টো সেখানে শক্তি বাড়াচ্ছে কিয়েভ।
আল জাজিরার খবরে বলা হয়েছে, বাখমুতে ইউক্রেন তাদের এলিট ইউনিট প্রেরণ করছে। যদিও শহরটিতে রুশ সেনাবাহিনী এবং ভাড়াটে ওয়াগনার সেনারা শক্ত ঘাঁটি স্থাপন করেছে।
ওয়াশিংটনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী থিংকট্যাংক ‘দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়্যার’ বলেছে, তাদের মনে হয়েছে রুশ সেনারা ঢেউ পরিবর্তনের মতো যথেষ্ট মজবুত অবস্থান তৈরি করেছে। সংস্থাটি বলেছে, ‘এটা ঘিরে ফেলা কৌশলের থেকে ভিন্ন কিছু। যেখানে ট্র্যাপে ফেলা হয় এবং শত্রু বাহিনীকে ধ্বংস করা হয়। কিন্তু এর পরিবর্তে রুশ বাহিনী প্রতিরক্ষামূলক অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে।’ এর আগে ইউক্রেনের কমান্ডাররা ইঙ্গিত দিয়েছিলেন, রুশ বাহিনীর জালে না পড়ে তারা সেনা প্রত্যাহার করবেন। তবে তার পরিবর্তে এখন তারা সেখানে শক্তিশালী ইউনিট পাঠাচ্ছেন।
অবস্থানগতভাবে বাখমুত গুরুত্বপূর্ণ। এই শহর দখল করতে পারলে রুশ বাহিনী ইউক্রেনের আরও ভেতরে হামলা করার শক্তি অর্জন করবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com