রাঙ্গামাটি:- রাঙ্গামাটি পার্বত্য জেলাস্থ কাপ্তাই লেকের পানি থেকে একটি দেশীয় তৈরি অস্র এবং ২টি গুলি উদ্ধার করেছে সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়নের অন্তর্গত কাপ্তাইয়ে অবস্থিত ১০ আরই ব্যাটালিয়নের সেনা সদস্যরা।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি কাপ্তাই থানায় জমা দেয়া হয়।
১০ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা কাপ্তাই লেকতীরবর্তী রাইংখিয়াং বাজার সংলগ্ন লাকায় মেজর মো. আব্দুল্লাহ-আল্-রাজনের নের্তৃত্বে সেনাবাহিনীর টহল দল কাপ্তাই হ্রদে টহল প্রদানকালে একটি নৌকায় অবস্থানরত ৪ ব্যক্তি টহল দলকে দেখে কোনো বস্তু পানিতে ফেলে দ্রুত পালিয়ে যায়। টহলরত সেনা সদস্যদের সন্দেহ হলে পানির নিচে ব্যাপক তল্লাশি চালানো হয়। এসময় একটি দেশীয় তৈরি অস্ত্র ও দু’টি কার্তুজ উদ্ধার করা হয়।”
এ ঘটনার পর এলাকায় টহল আরো জোরদার করা হয় বলে জানা গেছে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com