খাগড়াছড়ি:-খাগড়াছড়িতে আবৃত্তি উৎসবে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরাখাগড়াছড়িতে আবৃত্তি উৎসবে নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। ছবি: আজকের পত্রিকা
‘গৌরবের ৩১ বছর’ এই প্রতিপাদ্যে চট্টগ্রাম সম্মিলিত আবৃত্তি জোট ও পার্বত্য জেলা পরিষদের আয়োজনে খাগড়াছড়িতে প্রথমবারের মতো পার্বত্য আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি ক্ষুদ্র-নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের প্রাঙ্গণে বেলুন উড়য়ে এ দিবসটির শুভ উদ্বোধন করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
উদ্বোধনের পরপরেই পার্বত্য চট্টগ্রামের সম্মিলিত নৃত্য পরিবেশন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সূচনায় সম্মিলিত আবৃত্তি জোটের অর্থ সম্পাদক অনির্বাণ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন গবেষক ও কবি এবং জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী। আলোচনা সভার পরে সম্মাননা স্বারক প্রদান ও আবৃত্তিশিল্পীদের আবৃত্তি অনুষ্ঠিত হয়।
এ সময় পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, উপজেলা পরিষদে চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদেন সদস্য নিলোৎপল খীসা, জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, নাট্যকার মৃত্তিকা চাকমা উপস্থিত ছিলেন।’আজকের পত্রিকা
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com