রাঙ্গামাটি:- রাঙ্গামাটিতে দিনব্যাপী হয়ে গেলো কৃষক সমাবেশ ও কৃষি ঋণ মেলা। বুধবার বেলা সাড়ে ১১টায় রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে উপজেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।
এছাড়া রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন ও রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তপন কুমার পাল উপস্থিত ছিলেন।
সমাবেশে রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, পাহাড়ের প্রান্তিক কৃষকদের ভাগ্য উন্নয়নে কম সুদে কৃষি ঋণের ব্যবস্থা করেছে সরকার। এতে কৃষকরা অনেক বেশি উপকৃত হচ্ছে। কৃষকদের উন্নয়ন হলে দেশের খাদ্য সংকট দূর হবে। উৎপাদন হবে অর্থনীতির।
পরে কৃষি মেলায় কৃষকদের বিনামূল্যে সরকারি বীজ, সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি তুলে দেন জেলা প্রশাসক। একইসঙ্গে ৩০ জন প্রান্তিক কৃষকদের মাঝে ২৭ লাখ টাকা কৃষি ঋণের চেক প্রদান করেন। দিনব্যাপী কৃষি মেলায় জেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের কৃষাণ-কৃষাণীরা যোগদান করেন।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com