ডেস্ক রির্পোট:- জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন জটিলতার সমাধান করার দাবি জানিয়েছে প্রাথমিক শিক্ষক সমিতি। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের অন্যায়ভাবে টাইমস্কেল সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। অধিগ্রহণকৃত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধিমালা ২০১৩ বিধির ভুল ব্যাখ্যা দিয়ে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে।’
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আরও বলেন, ২০২০ সালের ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয় টাইম স্কেল ফেরতের আদেশ জারি করে। এতে ৪৮ হাজার ৭২০ জন শিক্ষক চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ইতিমধ্যে টাইম স্কেল না পাওয়া অনেক শিক্ষক মারাও গেছেন। যা চরম দুর্ভাগ্যজনক। এ অবস্থায় আমরা দ্রুত টাইমস্কেল জটিলতার অবসান চাই।’
উল্লেখ্য, ২০১৩ সালের ৯ জানুয়ারি শিক্ষক মহাসমাবেশে দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ৪ হাজার ৭৭২ জন শিক্ষকের চাকরি জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়। তবে প্রাপ্য বেতন স্কেল বা বেতন নির্ধারণ জটিলতার এখন পর্যন্ত সমাধান হয়নি।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com