ডেস্ক রির্পোট:- দীর্ঘদিনের সংস্কারহীনতায় দেশের চলমান অর্থনৈতিক সঙ্কট তৈরি হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে, খেলাপি ঋণ, রাজস্ব ঘাটতি ও ডলারের দাম সমন্বয় না করাসহ নানামুখী চ্যালেঞ্জে চাপে পড়েছে অর্থনীতি। তবে শিগগিরই অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে জানিয়েছেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী। শনিবার, সানেমের ষষ্ঠ অর্থনীতিবিদ সম্মেলনে এসব কথা বলেন তারা।
করোনার ঝক্কি সামাল দিতে না দিতেই রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে টালমাটাল বিশ্ব অর্থনীতি। এর কতোটা প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে? সঙ্কট মোকাবিলার উপায়ই বা কী? এসব প্রশ্নের সমাধান খুঁজতে সানেমের দুইদিন ব্যাপি অর্থনীতিবিদ সম্মেলন। প্রথম দিনের প্রতিবেদন উপস্থাপনায় সমাধানের পথ খোঁজা হয় ডলার সংকট, মূল্যস্ফীতিসহ নানা সংকটের।
বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনৈতিক সঙ্কটের জন্য শুধু বৈশ্বিক মন্দাই দায়ী নয়। এর পেছনে অভ্যন্তরীন সংকটকেও বড় করে দেখছেন তারা। ঘুরেফিরে উঠে আসে ব্যাংক খাতে অব্যবস্থাপনা, খেলাপি ঋণ আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে সুশাসনের অভাবের কথা আসে, তুলে ধরা হয় এ ক্ষেত্রে তিক্ত অভিজ্ঞতা।
দেশের স্বার্থেই আইএমএফের ঋণের বিপরীতে দেয়া শর্ত অনুযায়ী সংস্কার চালিয়ে নেবার কথা বলেন অর্থনীতিবিদরা।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com