বিনোদন ডেস্ক:- গত বছর প্রযোজনায় নাম লিখিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সরকারি অনুদানে ‘লাল শাড়ি’ সিনেমার সহ-প্রযোজকের দায়িত্ব পালন করছেন তিনি। বানাচ্ছেন বন্ধন বিশ্বাস। প্রযোজনার পাশাপাশি এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস। তাঁকে সঙ্গ দিয়েছেন সাইমন সাদিক। ইতিমধ্যে শুটিং শেষ হয়েছে, চলছে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ। ফেব্রুয়ারির মধ্যেই সব কাজ শেষ করে ‘লাল শাড়ি’ সেন্সরে জমা দেবেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস।
আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা তাঁর। সে লক্ষ্য সামনে নিয়েই কাজ এগিয়ে নিচ্ছেন অপু। ‘লাল শাড়ি’ তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে। অপু বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়। দারুণ একটি কাজ হয়েছে। আশা করছি, আগামী রোজার ঈদে দর্শকদের দেখাতে পারব।’
অপু-সাইমন ছাড়া ‘লাল শাড়ি’ সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইমন সাহা। ‘লাল শাড়ি’ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে অপু বিশ্বাসের ‘প্রেম প্রীতি বন্ধন’ ও ‘ছায়াবৃক্ষ’ নামের দুটি সিনেমা। এ ছাড়া শেষ করেছেন তাঁর প্রথম ওয়েব সিনেমা ‘ছায়াবাজি’র শুটিং। এ সিনেমার নির্মাতা সৈয়দ শাকিল। আরটিভি প্রযোজিত ওয়েব ফিল্মটি তৈরি হয়েছে আহমেদ শাহাবুদ্দিনের লেখা একটি সাইকো থ্রিলার গল্প অবলম্বনে।
এদিকে কলকাতার ৪৬তম আন্তর্জাতিক বইমেলায় সংবর্ধনা দেওয়া হয়েছে অপু বিশ্বাসকে। গত বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলার সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে অপু বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয়। অপু বিশ্বাস বলেন, ‘সেখানকার আয়োজকেরা আমাকে যে সংবর্ধনা দিলেন, যে সম্মান দেখালেন, বাংলাদেশের একজন অভিনেত্রী হিসেবে সেটা ছিল আমার জন্য অনেক সম্মানের, অনেক গর্বের।’
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com