বিনোদন ডেস্ক: বড় পর্দায় শাহরুখ খানের রাজকীয় প্রত্যাবর্তনের সাক্ষী বলিউড। তার ‘পাঠান’ বক্স অফিসে নজির গড়ছে। মাত্র পাঁচ দিনে শুধু ভারতেই আয় করে নিয়েছে ২৬৩ কোটি টাকা। আর বিশ্বব্যাপী ছবির পাঁচ দিনের আয় ৫০০ কোটি ছাড়িয়েছে। তার মধ্যে ভারতের পর আমেরিকাতেও বিশেষ নজির গড়েছে ‘পাঠান’।
দেশের বাইরে ‘পাঠান’ মোট ১০০টি দেশে মুক্তি পেয়েছে। ভারতের বাইরে ২৫০০টি পর্দায় এই ছবি দেখানো হচ্ছে। ভারতে এই ছবি চলছে ৫৫০০ পর্দায়। এর মধ্যে শুধু আমেরিকাতেই ৬৯৪টি সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পেয়েছে। সেখানে রমরমিয়ে চলছে ছবিটি।
উত্তর আমেরিকার বক্স অফিসে হিন্দি ছবি হিসাবে ‘পাঠান’-এর প্রথম দিনের আয় সর্বোচ্চ। ছবিটি মুক্তির দিন ১৮ লক্ষ ৬০ হাজার ডলার আয় করে। বাংলাদেশি টাকায় যা প্রায় ২০ কোটি টাকা।
উত্তর আমেরিকার ৬৯৪টি সিনেমা হলে সাম্প্রতিক কালে মুক্তিপ্রাপ্ত যে কোনো ছবির তুলনায় ‘পাঠান’-এর গড় সবচেয়ে বেশি। আয়ের গড় হিসাবে হলিউডকেও টেক্কা দিচ্ছেন শাহরুখ খানের এই ছবি। এই নিরিখে হলিউডের তিনটি ছবি কেবল ‘পাঠান’-এর সামনে রয়েছে।
তালিকায় ‘পাঠান’-এর আগে রয়েছে ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’, ‘পুস ইন দ্য বুটস: দ্য লাস্ট উইশ’ এবং ‘এ ম্যান কলড ওটো’।
যশরাজ ফিল্মস প্রযোজিত স্পাই ইউনিভার্সের চতুর্থ ছবি ‘পাঠান’পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এখানে শাহরুখ খান অভিনয় করেছেন ‘র’ এজেন্টের ভূমিকায়। তার বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। ভিলেন চরিত্রে আছেন জন আব্রাহাম। কয়েক মিনিটের ক্যামিও চরিত্রে চমক দেখিয়েছেন সালমান খানও।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com