সিলেট: সিলেটে বাবলু মিয়া (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকাল ৩টার দিকে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে, মঙ্গলবার রাতে তাকে অজ্ঞাত পরিচয় লোকজন হাসপাতালে ভর্তি করে পালিয়ে যায়। তবে এসময় বাবলু সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে উল্লেখ করেছিলেন তারা।
পুলিশও মেডিকেল রিপোর্টে বিষয়টাকে সড়ক দুর্ঘটনা হিসেবেই বলা হচ্ছে।
বাবলু সিলেট মহানগরীর আখালিয়ার ধানুকাটারপাড় গ্রামের সিকান্দর মিয়ার ছেলে।
বাবলুর পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে একটি মোবাইল ফোনে তাদের জানানো হয়- তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তারা দ্রুত হাসপাতালে যান এবং তার চিকিৎসার ব্যবস্থা করেন। তবে যারা ভর্তি করেছিল- তারা পালিয়ে যায়। পরে বুধবার বিকাল ৩টার দিকে বাবলু মারা যায়।
তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি পরিবারের সদস্যদের। তার লাশ বর্তমানে ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাবলুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ঢাকাটাইমসকে বলেন, আমরা লাশটি দেখিনি, বিষয়টি জেনেছি। হাসপাতাল থেকে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে যুবকের মৃত্যু হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। নিহতের পরিবারের লোকজন থানায় এসেছিলেন, তারা কথা বলে গেছেন। তবে কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com