ঢাকা: বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে সু-সংবাদ দিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভোলা নর্থ-২ কূপে গ্যাস পাওয়া গেছে। পাশাপাশি এই কূপ থেকে দৈনিক ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব।
সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেসবুকে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
পোস্টে খননকাজে জড়িত বাপেক্সের সকল কর্মীদের প্রাণঢালা অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী লিখেন, গত এক যুগ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ১ হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় উৎপাদনে যুক্ত করতে সক্ষম হয়েছি। বর্তমানে নতুন করে আরও ৪৬টি কূপ খননের কাজ চলছে। আমরা আশাবাদী, ২০২৫ সালের মধ্যে এসব কূপ থেকে আরও ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত করতে পারব।
সম্পাদক : এসএম শামসুল আলম।
ফোন:- ০১৫৫০৬০৯৩০৬, ০১৮২৮৯৫২৬২৬ ইমেইল:- smshamsul.cht@gmail.com
© All rights reserved © 2023 Chtnews24.com