সোমবার, ১৮ ফেব্রুয়ারী ,২০১৯
Bangla Version
রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটি সদর ৩নং সাপছড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে শীতকালীন স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) রোজ একাদশ, জাগরণ ক্লাব/রিবেং ক্লাব, ৩নং সাপছড়ি ইউনিয়নের আয়োজানে অনুষ্ঠিত শীতকালীন স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা, বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরা। অনুষ্ঠান পরিচালনা করেন, শীতকালীন স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটি রঞ্জন চাকমা।
শীতকালীন স্বাধীনতা কাপ ফুটবল টুর্ণামেন্টে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম বলেন, ফুটবল খেলায় এ জেলার রয়েছে ঐতিহ্য। অনেক খেলোয়াড় এ জেলা হতে জাতীয় দলে খেলেছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। তাই এ খেলা হতে আরো নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে বলে আমার বিশ্বাস। তিনি বলেন, খেলাধুলা একদিকে যেমন সব বয়সীদের মন ও দেহ সুস্থ রাখে অন্যদিকে যুবদের মাদকের হাত থেকে রক্ষা করে। তাই সব বয়সী মানুষদের খেলাধুলা ও শরীর চর্চা করা প্রয়োজন।
প্রতিদ্বন্ধীতাপূর্ণ এই শীতকালীন স্বাধীনতা কাপ ফুটবল খেলায় ৯জন করে খেলোয়াড় অংশগ্রহন করেন। উদ্বোধনী খেলায় রিবেং ক্লাব-৪-১ গোলে ডুলুছড়াকে পরাজিত করে।
দ্বিতীয় ওয়ানডেতেও ৮ উইকেটের হার বাংলাদেশের
মিডিয়া ফ্রেন্ডস্ একাদশ এর জার্সি উম্মোচনঃ আজ প্রথম ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ একাদশ
খেলাধূলাই পারে অবক্ষয় মুক্ত সমাজ গড়ে তুলতে-ঝিনুক ত্রিপুরা
প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ঘড়ি উপহার পেলেন তামিম
কাভানির গোলে কষ্টার্জিত জয় পিএসজির
উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়ালের কাছে হারল অ্যাথলেটিকো
তামিমের টর্নেডো ঝড়ো ব্যাটিংয়ে চ্যাম্পিয়ন কুমিল্লা
বিপিএলের ফাইনাল শুরুঃ মুখোমুখি ঢাকা ও কুমিল্লা
মেসির জন্য অপেক্ষা শেষ মুহূর্ত পর্যন্ত