Chtnews24.com
লিংলিং কেড়ে নিল ৫ প্রাণ, ৪৬০ ঘর উজাড়
Monday, 09 Sep 2019 20:16 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

আন্তর্জাতিক ডেস্কঃ-উত্তর কোরিয়ায় আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন লিংলিং। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে ৫ জন নিহত ও ৪৬০টি বাড়িঘর উজাড় হয়েছে। খবর বিবিসির।
ঝড়টি শনিবার সকাল ১১টায় উত্তর কোরিয়ায় প্রবল বেগে আঘাত হানে। এ সময় টাইফুনের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ৪৬০ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়।
স্থানীয় সংবাদ সংস্থা কেসিএনএর তথ্যমতে, টাইফুনের কবলে পড়ে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ৩ জনের মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে বড় ধরনের খাদ্যসংকটের আশঙ্কা করা হচ্ছে।
এর আগে ঝড়টি শনিবার প্রতি ঘন্টায় ১৪০ কিমি বেগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ওপর দিয়ে বয়ে যায়।এতে সিউলে ভূমিধ্বসের ফলে ব্যাপক ক্ষতি হয়। প্রায় দেড় লাখ বাড়িঘর উজাড় হয়।
জাপান আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হয়ে আজ রবিবার চীন উপকূলে আঘাত হানবে। তাদের মতে, উত্তর কোরিয়ার ইতিহাসে পঞ্চম শক্তিশালী ঘূর্ণিঝড় লিংলিং।