Chtnews24.com
বান্দরবানে ঝিড়িতে বাঁধ সৃষ্টির মাধ্যমে পানির গতিপথ পরিবর্তন করে অন্যের জায়গা দখল করার অভিযোগ
Monday, 09 Sep 2019 20:05 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

বান্দরবানঃ-বান্দরবান পৌর এলাকার ৯নং ওর্য়াড ইসলামপুর এলাকার বাসিন্দা জাহানারা বেগম, পিতা: কাসেম মোল্লা, প্রকাশে জানুনীর বিরুদ্ধে প্রতিবছর ঝিড়িতে অবৈধ ভাবে বাঁধ সৃস্টিকরে পানির গতিপথ পরিবর্তন করে ঝিড়ির জায়গা ও অন্যের মালিকানা জায়গা পরিকল্পিত ভাবে অবৈধ দখল করার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগি অসহায় ঠেলা গাড়ী চালক নাগর আলী জানান, আমি দীর্ঘদিন যাবত ইসলামপুর এলাকায় ঝিড়ির পুর্ব পাশে আমার মালিকানা জায়গায় পরিবার নিয়ে বসবাস করে আসছি, বিগতকয়েক বছর যাবত ঝিড়ির পশ্চিম পাশের জায়গার মালিক কাশেম মোল্লার মেয়ে জাহানারা প্রকাশ জানুনী ঝিড়িতে অবৈধ বাধঁ দিয়ে পানির গতিপথ পরিবর্তন করে আমার জায়গার দিকে পানির গতিপথ করে দেয়, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তির নিকট জানালে তারা সরজমিনে এসে দেখে জাহানারা কে ডেকে বল্লে সে স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তির কথা অমান্য করে বন ও পরিবেশ অধিদপ্তরের আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অবৈধ ভাবে প্রতিবছর ঝিড়িতে বাঁধ দিয়ে আসছে, যার ফলে প্রতিবছর আমার জায়গা ভেঙ্গে ঝিড়ির পশ্চিম পাশে জাহানারার জায়গা ভরাট হতে থাকে, এবারের-২০১৯সালের বন্যায় আমার বসত ঘর ও বসত ভিটা সম্পূন্ন ভেঙ্গে ঝিড়িতে ভেসে যায়। আমি একজন দীন মজুর ঠেলা গাড়ী চালক আমার শেষ সম্বল আমার বসত ভিটা যা ছিল সেটা আজ জাহারার কারনে পানিতে ভেসে গেল, আমি কি এর কোন ন্যায় বিচার পাবো না ? আমি স্থানীয় জন প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সর্বপরি মাননীয় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি স্যার এর নিকট আমার আকুল আবেদন আমার বিষয়টি মানবিক দিক বিবেচনা করে আমার ক্ষতিপুরন আদায়সহ অভিযুক্ত জাহানারার বিরুদ্ধে যথাযত ব্যবস্থা গ্রহণ করিবেন। তাই সংশ্লিষ্ট কতৃপক্ষকে এখনই একটি কার্যকরী পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করেন একালাবাসী।