chtnews24.com
চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারাল ব্রাজিল
Tuesday, 27 Jul 2021 14:51 pm
Reporter :
chtnews24.com

chtnews24.com

ডেস্ক রির্পোট:- অলিম্পিক ভলিবল ইভেন্টের পুল ‘বি’ এর ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে হারিয়ে ব্রাজিল। এই জয়ের ফলে দেশটি কোয়ার্টার ফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল। এদিন আর্জেন্টিনা অবশ্য ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছিল। প্রথম দুটি সেট জিতে জয়ের পথেই ছিল তারা। তবে শেষ তিন সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। তৃতীয় ও চতুর্থ সেট দুটি সহজেই জিতে নেয় তারা। তবে পঞ্চম ও শেষ সেটে লড়াই হয় হাড্ডা-হাড্ডি। শেষ সেটে একপর্যায়ে ১৪-১৪ তে সমতা বিরাজ করছিল। তবে শেষ পর্যন্ত ১৬-১৪ ব্যবধানে সেট ও ম্যাচ দুটোই জিতে নেয় ব্রাজিল। প্রসঙ্গত, পুল ‘বি’ থেকে চারটি দল খেলবে কোয়ার্টার ফাইনাল। এই গ্রুপে বর্তমানে ব্রাজিল দ্বিতীয় ও আর্জেন্টিনা পঞ্চম স্থানে রয়েছে। দিনের অপর ম্যাচে শক্তিশালী পোল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ইরান।