Chtnews24.com
আইটেম গার্ল নয়, সানি লিওন এবার মৎস্যকুমারী
Thursday, 18 Jul 2019 14:30 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

বিনোদন ডেস্কঃ-অন্ধকার জগত থেকে বেরিয়ে এসে বলিউডে জায়গা করে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত সানি লিওন। বর্তমানে বলিউডের বিভিন্ন ছবিতে অভিনয় করেই সময় পার করছেন তিনি। যদিও কিছু ছবিতে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তারপরও অভিনয়ের তৃষ্ণা মেটেনি সানি লিওনের।
অবশেষে স্বপ্নের চরিত্র মৎস্যকুমারী রূপে পর্দায় সুযোগ হলো তার। ‘ঝুটা কাহি কা’ ছবির ‘ফাঙ্ক লাভ’ গানের দৃশ্যে তাকে মৎস্যকুমারী রূপে দেখা গেলো তাকে। গানটি ১১ জুলাই ইউটিইউবে প্রকাশ পায়।
যদিও ছবিতে অতিথি হিসেবে কাজ করার সুযোগ হয়েছে সানির। তারপরও এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই বলিউড আইটেম গার্ল।
স্মিপ কাং পরিচালিত ‘ঝুটা কাহি কা’ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন ঋষি কাপুর, জিমি শেরগিল, ওমকার কাপুর, মনোজ জোশি, নিমিশা মেহতা প্রমুখ। হাস্যরসাত্মক গল্পের এই বলিউডের ছবিটি আগামী ১৯ জুলাই মুক্তি পাবে।